Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

১।      জয়পুরহাট জেলায় ১৪ কোটি টাকা নির্মান ব্যয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ জানুয়ারী ২০১২ খ্রি: তারিখ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ২৫ ফেব্রুয়ারী ২০১৬ খ্রি: তারিখ কেন্দ্রটি উদ্বোধন করেন।

২।      ৫০,৩৮৮ জন বেকার যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 ৩।     প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্য হতে ২২,৩৮৭ জনকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলা হয়।

৪।      প্রশিক্ষণপ্রাপ্ত ৯০৪০ জন সুবিধাভোগীকে ১৫ কোটি ৩১ লক্ষ ৬৮ হাজার ২৫০ টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

৫।      Innovative Management of Resources for Poverty Alleviation Throught Comprehensive Technology(IMPACT)-(2nd Phase) প্রকল্পের আওতায় কালাই উপজেলায় ২৭৯ টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে।

৬।      যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠনের মধ্যে নেটওয়ার্কিং জোরদারকরণ শীর্ষক সমাপ্ত প্রকল্পের আওতায় জেলার ৫ টি উপজেলায় ১২ টি যুব সংগঠনের মাঝে ১২ টি কম্পিউটার বিতরণ করা হয়েছে।

৭।      যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠনের মধ্যে নেটওয়ার্কিং জোরদারকরণ শীর্ষক সমাপ্ত প্রকল্পের আওতায় জেলার ৫ টি উপজেলায় ইন্টারনেট সুবিধা প্রদান করা হয়েছে।

৮।      ১১২ টি যুব সংগঠনের মাঝে ১৬,৫০,২০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

৯।     ৩৬টি যুব সংগঠনকে নিবন্ধন প্রদান করা হয়েছে।

১০।    ১২৯ টি বে-সরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনকে তালিকাভূক্তি প্রদান করা হয়েছে।

১১।     জাতীয় যুব দিবস ২০১৭-তে ১  জন সফল আত্মকর্মীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।

১২।    যুয উন্নয়ন আধিদপ্তরের সাথে কর্মসংস্থান ব্যাংক ও জনতা ব্যাংকের সাথে সমঝোতা স্মারকের প্রেক্ষিতে জয়পুরহাট জেলায় ৭১৬ জন প্রশিক্ষিত যুবকে ৫,৭৭,২৬,০০০ টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

১৩।    সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিষয়ে ৭৫৮০ জন যুবর মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।

১৪।     অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যা বিষয়ে ৩৫৬০ জন যুবর মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।

১৫।    প্রতি বছর জাতীয় যুব দিবস উদযাপননের মাধ্যমে যুবদের দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করা হচ্ছে।

১৬।       বিভিন্ন কর্মশালা/সভা/সেমিনারের মধ্যেমে যুবদের দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করা হয়েছে।