Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন ট্রেডে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে উপপরিচালক বরাবরে আবেদন করতে হয়। বাছাই পরীক্ষায় নির্ধারিত আসনে মনোনীত প্রার্থিদেরকে প্রশিক্ষণের গ্রহণের সুযোগ প্রদান করা হয়।

 

যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষিত যুবদের মাঝে দুই ধরণের ঋণ প্রদান করে থাকে। প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে  উপপরিচালক বরাবরে আবেদন করতে হয়। জেলা ঋণ অনুমোদন কমিটির সভায় ঋণ অনুমোদনদেয়া হয়।পরিবারভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি ঋণ প্রাপ্তির ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে উপপরিচালক বরাবরে আবেদন করতে হয়। উপপরিচালক এ ঋণ অনুমোদন করেন।

 

যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষিত যুবদের মাঝে নেতৃত্ব বিকাশের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচিতে সম্পৃক্ত করে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব সংগঠনসমূহকে যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকাভূক্ত করা হয়। এক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে উপপরিচালক বরাবরে আবেদন করতে হয়।

 

যুব পুরস্কার প্রদান ও যুব সংগঠনের মধ্যে অনুদানপ্রদানের ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে উপপরিচালক বরাবরে আবেদন করতে হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত জেলা বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে অনুদান প্রদান করা হয়।