Wellcome to National Portal
Main Comtent Skiped

Future plan

আগামী ৫ বছরের জন্য:

১।      ১৭৫০০ জন বেকার যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে।

২।      প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে হতে ৬৫০০ জনকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলা হবে।

৩।      প্রশিক্ষণপ্রাপ্ত ২১০০ জন যুব ও যুবনারীকে ৭ কোটি ৮০ লক্ষ টাকা ঋণ সহায়তা প্রদান করা হবে।

৪।      Innovative Management of Resources for Poverty Alleviation Throught Comprehensive Technology(IMPACT)-(2nd Phase) প্রকল্পের আওতায় কালাই উপজেলায় ২৫০ টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হবে

     ৯০ টি যুব সংগঠন তৈরী তা নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হবে

     ৬০ টি যুব সংগঠনের মাঝে ১২০০০০০ টাকা অনুদান প্রদান করা হবে

      ১০ জন যুবসংগঠক এবং ১০ জন সফল আত্মকর্মীকে জাতীয় যুব পুরস্কার প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গহণ করা হবে

     প্রতি বছর জাতীয় যুব দিবস উদযাপনের মাধ্যমে যুবদের দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করা হবে

৯।         বিভিন্ন কর্মশালা/সভা/সেমিনারের মাধ্যমে যুবদের দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করা হবে।